ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘কী যে বিকট শব্দ, জ্ঞান হারিয়ে ফেলি’ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
‘কী যে বিকট শব্দ, জ্ঞান হারিয়ে ফেলি’ 

ঢাকা: ঢাকার শ্যামপুর থেকে সাভার পরিবহনের একটি বাসে চড়ে বাড়ি যাচ্ছিলেন সাভারের বাসিন্দা আবুল কালাম।  

গুলিস্তানের একটু সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

বাসের ওপর এসে পড়ে বিভিন্ন ধরণের বস্তুর টুকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন আবুল কালাম। তিনি একজন কারখানা শ্রমিক।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোণটি ঘটে। এতে বহু মানুষ হতাহত হন। আহতদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জনের প্রাণহানি ঘটেছে।  

আবুল কালাম প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সাথে কথা বলার সময় বারবার বলছিলেন জীবিত ফিরে আসার কথা। তিনি বলেন, হঠাৎ কী যে বিকট শব্দ! জ্ঞান হারিয়ে ফেলি। কিছুই মনে করতে পারছিলাম না।  

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় স্যানেটারি দোকান এবং বাকি চারটি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।

বাংলাদেশ সময়: ১৮৪৫, মার্চ ৭, ২০২৩
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।