ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মায়ের ইফতারি কিনতে বের হয়ে লাশ হলেন সুমন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
মায়ের ইফতারি কিনতে বের হয়ে লাশ হলেন সুমন

ঢাকা: ‘আমার ভাই কেন যে বিদেশ থেকে আসল? আমার মায়ের জন্য ইফাতারি কিনতে গেছিল। আমার ভাই তো শেষ।

আমার ভাইকে কই পাব?’

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে বিলাপ করতে করতে এসব কথা বলছিলেন সিদ্দিক বাজারে বিস্ফোরণে নিহত সুমনের বোন।  

নিহতের বন্ধু সাকিব বাংলানিউজকে জানান, সুমন কাতারে ছিলেন। দুই সপ্তাহ আগে দেশে ফিরেছেন। আজকে শবে বরাত। মা রোযা থাকায় তার জন্য ইফতারি কিনতে সুমন গিয়েছিল সিদ্দিকবাজারের গলিতে। সেখানেই বিস্ফোরণে মারা যান।

খালা জানান, সুমন বিয়ের উদ্দেশ্যে দেশে এসেছিল। কিন্তু সব কেড়ে নিল আমার বোনের। বিলাপ করে বলছিলেন, আল্লাহ তুই আমারে নিয়া যা, আমার বইন পোলাকে দিয়ে দে!

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
এসকেবি/এনবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।