ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
সাভারে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু প্রতীকী ছবি

সাভার (ঢাকা): সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরের দিকে ওই মহাসড়কের উত্তরবঙ্গের বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সন্ধ্যার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল বলেন, ওই ব্যক্তি সড়ক পার হচ্ছিলেন। এ সময় সড়ক বিভাজনের সঙ্গে পা বেধে পড়ে গেলে একটি অজ্ঞাতগাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। সেই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল এসেছিল। কয়েকবার আঙুলের ছাপ নেওয়া হলেও তার পরিচয় শনাক্ত হয়নি। পরে মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসএফ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।