ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় আগুনে পুড়ল ৪ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
গাইবান্ধায় আগুনে পুড়ল ৪ দোকান

গাইবান্ধা: গাইবান্ধা সদরে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে পৌর শহরের আদর্শপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় চা দোকানি লক্ষন কুমারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দর্জি, লন্ড্রি ও অপর একটি চায়ের দোকান ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত চা দোকানি লক্ষণ কুমার বলেন, চুলা থেকে কীভাবে আগুন লেগেছে সেটি আমার জানা নেই।  

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্তদের দাবি চারটি দোকান পুড়ে অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সহায়তা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।