ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্প ভাঙচুর করল হেলমেটধারীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্প ভাঙচুর করল হেলমেটধারীরা

ফরিদপুর: ফরিদপুরে ইউপি নির্বাচনে মো. আলম শেখ নামের এক স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর ক্যাম্প ভাঙচুর করা হয়েছে।  

চারটি মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা এসে এ ভাঙচুর চালায় বলে অভিযোগ।

বৃহস্পতিবার (০৯ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।  

আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে আলম শেখ ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

আলম শেখ বাংলানিউজকে জানান, চারটি মোটরসাইকেলে হেলমেট পড়ে এসে ভাঙচুর চালায় আমার ধলার মোড়ের নির্বাচনী ক্যাম্পে। সেখানে টেবিল-চেয়ার, পোস্টার ও অফিস ভেঙে তছনছ করে দেয় দুর্বৃত্তরা। তবে, সবাই হেলমেট পড়া থাকায় কাউকে চিনতে পারেননি বলে জানান স্বতন্ত্র এ ইউপি চেয়ারম্যান প্রার্থী।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বাংলানিউজকে বলেন, রাতে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।  

তিনি বলেন, যেহেতু ঘটনাটি নির্বাচন সংশ্লিষ্ট তাই বিষয়টি নির্বাচন সংশ্লিষ্টদেরও জানানো হয়েছে। এছাড়া এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এব্যাপারে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। আপনার মাধ্যমে জানতে পারলাম। এব্যাপারে খোঁজখবর নিবো। এছাড়া এব্যাপারে ওই ব্যক্তি রিটার্নং অফিসার ও থানাতে অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখতে বলা হবে।

ইউএনও আরও বলেন, এ ইউপি নির্বাচনে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৪ ঘণ্টা মাঠে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।