ঢাকা: নির্জন রাস্তায় পথচারীরা টার্গেট তাদের। এমন পথচারী দেখলেই সামনে গিয়ে সালাম দেয় তারা।
এভাবেই দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসা একটি চক্রের ৪ সদস্যকে বৃহস্পতিবার (৯ মার্চ) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি চাকু ও ১ টি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. ওমর (১৬), মো. উজ্জল হোসেন তালুকদার (২৬), মো. মিজান (২৪) এবং মো. নয়ন (২৬)। এদের মধ্যে ওমরের বিরুদ্ধে ৩টি, নয়ন, উজ্জ্বল এবং মিজানের বিরুদ্ধে ২টি করে মামলা রয়েছে।
শুক্রবার (১০ মার্চ) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাসীন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল গভীর রাতে মিরপুর মডেল থানার স্বাধীন বাংলা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার চারজনই চিহ্নিত ছিনতাইকারী। তাদের ছিনতাইয়ের ধরন হচ্ছে তারা রাতে নির্জন এলাকায় অবস্থান করে। কেউ যাতে সন্দেহ না করে সেজন্য নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব রেখেই দাঁড়িয়ে থাকে। রাস্তায় একা কোনো পথচারী দেখলে সালাম দেয় তারা। তখন পথচারী দাঁড়ালেই সবাই ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এজেডএস/এসএএইচ