লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে দেড় টন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (১২ মার্চ) সকালে জব্দকৃত মাছগুলো ১২টি এতিমখানায় বিতরণ করা হয়।
এর আগে শনিবার রাত দেড়টার দিকে উপজেলার মেঘনা নদী সংলগ্ন মাছঘাটে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করে কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি কন্টিনজেন্ট রায়পুরের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
রায়পুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কোস্টগার্ড সদস্যরা মাছঘাটে অভিযান চালিয়ে দেড় টন জাটকা জব্দ করে। পরে সেগুলো উপজেলা প্রশাসনের নির্দেশে ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ এবং এপ্রিল দুই মাস অভয়াশ্রমে সব রকম মাছ শিকার নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা অভয়াশ্রম থেকেই জাটকাগুলো শিকার করেছে বলে জানায় স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
আরএ