ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতালে ভর্তি মেয়র আরিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
হাসপাতালে ভর্তি মেয়র আরিফ

সিলেট: উচ্চ রক্তচাপজনিত সমস্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার (১২ মার্চ) দিনগত রাত ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তিনি নগরের নয়াসড়ক মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে তিনি (মেয়র) নিজ বাসভবনে অবস্থানকালে শারীরিকভাবে অসুস্থতাবোধ করেন। এরপর রাত ২টার দিকে তাকে মাউন্ট এডোরা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

বর্তমানে তিনি ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। তবে মেয়রের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানান ডা. জাহিদুল।  

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।