ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাবি উপাচার্যকে স্মারকলিপি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাবি উপাচার্যকে স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২টায় নতুন প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বরাবর স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। এ সময় উপাচার্য নিরাপদ ক্যাম্পাসের ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং মনিটরিংয়ের ব্যবস্থা করা, হলগুলোতে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, বহিরাগতদের অবাধ প্রবেশ ও বিচরণ বন্ধ করা।

স্মারকলিপি দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, কয়েকটি ছাত্রী হলে একই ঘটনার পুনরাবৃত্তিতে বোঝা যায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ নয়। আমরা শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা চাই। তিন দফা দাবিতে আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি। উপাচার্য আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিন দিনের মধ্যে দাবিগুলোর দৃশ্যমান বাস্তবায়ন না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা ইতোমধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তারা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকল ব্যবস্থা হাতে নিয়েছি। ছাত্রী হলের ঘটনার তদন্তে তিন হলে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। হলগুলোর নিরাপত্তা জোরদার করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। হলগুলোর চারপাশে লাইট লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হলগুলোর দেয়ালগুলোর উচ্চতা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাস নিরাপদ রাখতে যা যা করণীয় আমরা তা করবো।

গত শনিবার (১১ মার্চ) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হলে ঢুকে চুরি করার চেষ্টা করে অজ্ঞাতনামা এক যুবক। এ সময় ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই যুবক। এর আগে গত ৭ মার্চ ভোরে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে একই ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে থাকা ছাত্রীরা। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছেন তারা।

এ ঘটনায় রোববার (১২ মার্চ) রাতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের ছাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।