ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে গণশুনানি অনুষ্ঠিত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
মৌলভীবাজারে গণশুনানি অনুষ্ঠিত

মৌলভীবাজার: বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল প্লাটফরমস পর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের আওতায় ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে মন্ত্রী পরিষদ বিভাগের অংশীদারিত্বে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) মৌলভীবাজারের আয়োজনে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মো. নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিতোষ দেব’র পরিচালনায় গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) মহসীন, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহিদা সুলতানা, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বর্নালী দাশ।

গণশুনানির প্রশ্ন উত্তর পর্বে বক্তব্য দেন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারি পরিচালক মানিক দেবনাথ, বিআরটিএ সহকারি পরিচালক মো. ডালিম উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগে উপ-পরিচালক ভারপ্রাপ্ত ডা. শারমিন সুলতানা, মৌলভীবাজার প্লাটফর্মস ডায়ালগ (পিফরডি) প্রকল্পের সিলেট অঞ্চলের রিজিওনাল কো-অডিনেটর মো. আলমগীর মিয়া, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সদস্য, সাজ্জাদুর রহমান, মীর ইউসুফ আলী, এমএ হামিদ, মু. ইমাদ উদ-দীন, আবু সাঈদ প্রমুখ।

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। গণশুনানিতে মৌলভীবাজার জেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
বিবিবি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।