ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে পুলিশি অভিযানে গ্রেফতার ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
নড়াইলে পুলিশি অভিযানে গ্রেফতার ১০ প্রতীকী ছবি

নড়াইল: নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি, মাদকসহ বিভিন্ন মামলার তালিকাভুক্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৪ মার্চ) নড়াইল পুলিশ সুপার (এসপি) মোসা. সাদিরা খাতুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- লোহাগড়া উপজেলার মাসুম কাজী (৩২), রাশেদুল ইসলাম (২৪), মিলু মোল্যা (২৮), দিপু মুন্সী (১৯), আনিস মুন্সী (২২), ইরফান মুন্সী (১৯) ও মেহেদী হাসান (২২), কালিয়া উপজেলার ইব্রাহিম শেখ (২৫), নড়াগাতি থানার মো. জামিরুল (২৯) এবং খুলনা জেলার কয়রা থানার হাফিজুর রহমান (২৪)।  

এসপি মোসা. সাদিরা খাতুন জানান, সোমবার (১৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে ওই ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।