ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া ‘জ্বীনের বাদশা’ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া ‘জ্বীনের বাদশা’ আটক আটক ‘জ্বীনের বাদশা’ মাজেদুল ইসলাম

ঝিনাইদহ: ঝিনাইদহে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা মাজেদুল ইসলামকে (৩৩) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ র‌্যাব-৬।

আটক মাজেদুলের বাড়ি সদর পৌরসভার উদয়পুর গ্রামে।

সম্মেলনে ঝিনাইদহ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে জেলা শহরের আরাপপুর এলাকা থেকে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ধারী মাজেদুলকে আটক করা হয়।  

ইশতিয়াক হুসাইন জানান, মাজেদুল জেলা সদর উপজেলার হরিপুর গ্রামের নাসির উদ্দিনের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলেন। এরপর নাসিরের পুকুরে পিতলের কলসির মধ্যে কোটি টাকার মূল্যের সম্পদ আছে বলে জানান। জ্বীনের মাধ্যমে ওই সম্পদ তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে মাজেদুল ও তার সহযোগীদের নিয়ে কৌশলে নাসিরের কাছ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেন। ভুক্তোভোগী নাসির প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতারক চক্রের কাছে টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন হুমকি দেওয়া হয়। পরে ভুক্তোভোগী নাসির সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মঙ্গলবার মূলহোতা মাজেদুলকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। রাতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।