ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বৈচিত্র্যময় পার্বত্য চট্টগ্রামের পরিবেশ রক্ষার তাগিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
বৈচিত্র্যময় পার্বত্য চট্টগ্রামের পরিবেশ রক্ষার তাগিদ

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগম বলেছেন, বৈচিত্র্যময় পার্বত্য চট্টগ্রামের পরিবেশ রক্ষায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (১৫ মার্চ) দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আইসিআইমুডের যৌথ আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত হিমালয়ান রেজিলাইনস এনাবিং অ্যাকশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, পরিবেশের ক্ষতির কারণে জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে। প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে না পারলে আমাদের সভ্যতা বিলীন হয়ে যাবে।

প্রোগ্রামে সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, জীববৈচিত্র্য আমরা ধ্বংস করে ফেলেছি। ছোট ছোট ঝিরি, ঝরণা আমরা ধ্বংস করেছি। প্রকৃতি থেকে যেটা আমরা আশা করেছিলাম, সেটা পাচ্ছি না। কারণ আমরা প্রকৃতির ওপর অত্যাচার করেছি।

চেয়ারম্যান আরও বলেন, ৭২৬ কিলোমিটারের কাপ্তাই  হ্রদ আমাদের বনজ সম্পদ ধ্বংস করেছে। কৃষি জমি ধ্বংস করেছে। আমাদের ১০০ বছরের বনজ সম্পদ ৩০ বছরে শেষ হয়ে গেছে। আমাদের এখনো সময় আছে, পরিবেশ বিরোধী সব কার্যক্রম বন্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রদীপ কুমার মহোত্তম, আইসিআইমুডের অ্যাকশন এরিয়া কোঅর্ডিনেটর বন্দনা শাক্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান  নুরুল আলম চৌধুরী, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।