ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঢালাইভর্তি ক্রেন ছিঁড়ে মাথায় পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
ঢালাইভর্তি ক্রেন ছিঁড়ে মাথায় পড়ে নারীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঢালাইভর্তি ক্রেন ছিঁড়ে মাথায় পড়ে নারী নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে কোনাবাড়ীর পারিজাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম দুলালী আক্তার (২৫)। তিনি রংপুরের পীরগাছা থানার দোয়ালের চর এলাকার মহসিন মিয়ার স্ত্রী।  

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ জানান, পারিজাত এলাকায় সেলিম ভাণ্ডারির বাড়ির নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে দুলালী আক্তার নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এক পর্যায়ে উপর থেকে ঢালাইভর্তি ক্রেন ছিঁড়ে নিচে থাকা দুলালীর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই দুলালীর মৃত্যু হয়।  
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আরএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।