ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ওয়াসার শতভাগ রাজস্ব আদায় হয়েছে: তাকসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
ওয়াসার শতভাগ রাজস্ব আদায় হয়েছে: তাকসিম

ঢাকা: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান জানিয়েছেন, শেষ অর্থ বছরে ওয়াসার শতভাগ রাজস্ব আদায় হয়েছে। যা দুই হাজার কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তাকসিম এ খান বলেন, এ বছর আমরা দু’হাজার কোটি টাকার ওপরে রাজস্ব আদায় করেছি। আগে আমাদের ৬৪ শতাংশ আদায় হতো। এখন শতভাগ আদায় হচ্ছে। আর্থিক দিকে আমরা আমাদের পরিবর্তন এনেছি।

তিনি বলেন, আমরা একটা বড় পরিবর্তনের মধ্যে আছি ১২ বছর ধরে৷ ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসার মাধ্যমে আমরা আমুল পরিবর্তন এনেছি। অ্যাওয়ার্ড গিভিংটা আমরা এখন প্রতি বছর করছি। আমরা অনেক পরিবর্তন করতে পেরেছি। কারণ আমরা চেয়েছি পরিবর্তন৷

তাকসিম বলেন, আমাদের ৮০ শতাংশ ডিজিটাল। বাকী ২০ শতাংশ করতে চাই। আমরা সেদিকে ধাবিত হচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, অডিটর জেনারেল (মহা হিসাব নিরিক্ষক) মো. মুসলিম চৌধুরী ও ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।