ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা শিবিরে আরও এক যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, মার্চ ১৬, ২০২৩
রোহিঙ্গা শিবিরে আরও এক যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে একদিনের ব্যবধানে মাহাবুবুর রহমান নামের আরও এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহত মাহাবুবুর রহমান (৩০) উখিয়ার ক্যাম্প ৮-ইস্টের বি ১৭ ব্লকের মৃত আবু শামার ছেলে।

তিনি জানান,মাহাবুবুর রহমান ক্যাম্প-৫ এলাকায় তার শ্বশুর বাড়ি বেড়াতে যান। সেখানে থেকে একদল দুর্বৃত্ত তাকে ধরে এনে ক্যাম্প ৯ এলাকায় নির্মমভাবে হত্যা করে।
তিনি বলেন,প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। হত্যার রহস্য বের করতে কাজ করছে পুলিশ।

বালুখালী রোহিঙ্গা শিবিরের এক নেতা জানান, নিহত মাহাবুবুর রহমান একজন নিরীহ দিন মজুর। তার মুজিবুর রহমান নামের এক ভাই আছে যে আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর সঙ্গে সম্পৃক্ত। আমার ধারণা এর জের ধরে মাহবুবুর রহমানকে হত্যা করা হয়েছে।

এর আগে বুধবার (১৫ মার্চ) ভোরে মোহাম্মদ রশিদ (৩৫) নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে খুন করে সন্ত্রাসীরা।

পুলিশের হিসাব মতে, ৫ মাসে ২৬টি গুলির ঘটনায় ৩১ জন খুন হয়েছেন। এরমধ্যে ১৪ জন মাঝি, আট জন আরসা সদস্য ও নয় জন সেচ্ছাসেবক ও সাধারণ রোহিঙ্গা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩ 
এসবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।