ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইভিএমে ধীরগতি, ভোটারদের ভোগান্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
ইভিএমে ধীরগতি, ভোটারদের ভোগান্তি

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএম মেশিনে ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন ভোটাররা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। পুরুষদের পাশাপাশি বিপুলসংখ্যক নারী ভোটারও ভোট দিতে এসেছেন।

তবে এদিন (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় ইভিএম মেশিনে ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান ইনস্টিটিউট কেন্দ্রের ৪নং কক্ষে ভোট পড়েছে মোটে ৪৮টি। যেখানে মোট ভোটার সংখ্যা ৩৬৩ জন।

চরমাধবদিয়া ইউনিয়নের গোলাপবাগ কেন্দ্র, নর্থচ্যানেল ইউনিয়নের পদ্মারচর উচ্চ বিদ্যালয়, ডিক্রিরচরে আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ অন্যান্য কেন্দ্র থেকেও ভোটগ্রহণে ধীরগতির খবর পাওয়া গেছে।

এদিকে, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।  

ফরিদপুর জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ফরিদপুরের ১১টি ইউনিয়নে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুই প্লাটুন বিজিবি ছাড়াও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব ইউনিয়নে ৬৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৩৮ জন সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী ও ১১৩ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।