ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজাপুরের বিষখালী নদীর তীরে তরমুজের বাম্পার ফলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
রাজাপুরের বিষখালী নদীর তীরে তরমুজের বাম্পার ফলন রাজাপুরের বিষখালী নদীর তীরে তরমুজের বাম্পার ফলন

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালী নদীর চর জুড়ে প্রায় ১২০ বিঘা জমিতে চাষ করা হয়েছে তরমুজ। ফলন ভালো হওয়ায় কৃষকরা ভালো দামে তরমুজ বিক্রি করতে শুরু করেছেন।

তরমুজ চাষি নুরুল হক, জলিল মোল্লা, মনির মোল্লা, সেফায়েতসহ একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিনমাস আগে উপজেলার পূর্ব প্রান্তে বিষখালি নদীর চর এলাকাজুড়ে ২০ জন কৃষক মিলে ১২০ বিঘা জমিতে তরমুজের চাষ করেন। এ বছর ওই এলাকায় আদৌ কোনো বৃষ্টিপাত না হওয়ায় ফলন কিছুটা হলেও কম হয়েছে। তারপরেও সেচ পাম্ম দিয়ে পানির ব্যবস্থা করা হয়েছিল। এবারে প্রতি বিঘা জমিতে শ্রমিক, ওষুধ ও সেচ খরচসহ প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে।

প্রতি বিঘা জমিতে যে ফলন হয়েছে তাতে ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টাকার বেশি তরমুজ বিক্রি করা যাবে বলে আশা করছেন তারা।

তরমুজ চাষিরা আরও জানান, তরমুজ বিক্রির সময় হওয়ায় রাজাপুর সদরের হাট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের খেত থেকে তরমুজ কিনে নিতে বলা হয়। কিন্তু তারা তরমুজ কিনতে খেতে যাননি। কারণ তারা কৃষকদের জিম্মি করে খুব সস্তায় তরমুজ কেনার আশায় বসে ছিলেন। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় কয়েকজন কৃষক মিলে গাড়ি ভাড়া করে তরমুজ ঢাকায় নিয়ে বিক্রি করছেন। ঢাকায় প্রতি কেজি তরমুজ ৪০ টাকা দরে পাইকারি বিক্রি করছেন। প্রতিটি তরমুজে ৪ থেকে ৮ কেজি ওজন হচ্ছে। কোনো কোনো তরমুজে এর চেয়েও বেশি ওজন হচ্ছে। এতে করে কৃষকরা দাম ভালো পাচ্ছেন। এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা ভালো দাম না দিলে এখন কৃষকরা আর এলাকায় তরমুজ বিক্রি করবেন না।

উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ বলেন, এ বছর উপজেলায় মোট ৩৫ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ১ হাজার থেকে ১ হাজার ১৫০ টন তরমুজ উৎপাদন হবে। কৃষি বিভাগ কৃষকের পাশে থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।