ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরামর্শ নিয়ে থানা থেকে বেরিয়ে যান শাকিব খান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
পরামর্শ নিয়ে থানা থেকে বেরিয়ে যান শাকিব খান

ঢাকা: রাজধানীর গুলশান থানায় রাতে অবস্থানরত চিত্র নায়ক শাকিব খান কিছুক্ষণ পরেই থানা থেকে বেরিয়ে যান। তবে পুলিশ বলছে কিছু পরামর্শ নিয়ে থানা থেকে বেরিয়ে যান তিনি।

শনিবার (১৮ মার্চ) দিনগত রাত সোয়া ১টার দিকে গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চিত্রনায়ক শাকিব খান রাতে গুলশান থানায় আসেন। পরে থানার (ওসি) এবিএম ফরমান আলী রুমের কিছু সময় অবস্থান করেন। এর কিছুক্ষণ পরে থানা থেকে বেরিয়ে যান। তবে চিত্র নায়ক শাকিব খানের তরফ থেকে কোনো মামলা হয়নি। ওসি সাহেবের কাছে কিছু পরামর্শ চেয়েছেন তিনি পরামর্শ দিয়েছেন বলে যতটুকু জানা গেছে।

এরপরে তিনি থানা থেকে বেরিয়ে যান। তবে কোন বিষয় পরামর্শ নিয়েছেন সেটা জানাতে পারেনি ওই পুলিশ কর্মকর্তা।

** ধর্ষণের অভিযোগের বিপরীতে মামলা করতে গুলশান থানায় শাকিব খান

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩

এজেডএস/আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।