ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রস্রাবে গিয়ে শ্রমিকের মৃত্যু, কারণ জানার অপেক্ষায় পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
প্রস্রাবে গিয়ে শ্রমিকের মৃত্যু, কারণ জানার অপেক্ষায় পুলিশ

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় মহাদেব (২৩) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। পুলিশ বলছে, প্রস্রাব করতে গিয়ে তিনি মাথা ঘুরিয়ে পড়ে যান।

পরে তার মৃত্যু হয়।  

সোমবার (২০ মার্চ) রাতে এই তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফুলবাস আলী।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দুপুরের দিকে বিমানবন্দর পুলিশ বক্সের পেছনে চায়না প্রজেক্ট এলাকায় মহাদেব নামে ওই ব্যক্তি প্রস্রাব করছিলেন। হঠাৎ মাথা ঘুরিয়ে তিনি পড়ে যান। পরে তাকে লোকজন কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মহাদেব চায়না প্রজেক্ট এলাকায় শ্রমিকের কাজ করতেন। তিনি দিয়াবাড়ি এলাকায় থাকতেন। এসব তথ্য খতিয়ে দেখছে পুলিশ।

এসআই ফুলবাস আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।