ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জিয়া নামে এক সিলভার কারখানার শ্রমিকের (৪৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার ফাজিলপুরস্থ বনানী হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ট্রাকের চালকসহ ট্রাকটি (নারায়ণগঞ্জ-ট-০৫-০০৫৯) আটক করে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে।

নিহত জিয়া মুন্সিগঞ্জ জেলার সদর থানার সর্দারকান্দি গ্রামের হবি মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে রূপসী হাউজিংয়ে ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।

আটক ট্রাক চালক আলী হোসেন (৩৪) ফতুল্লা মডেল থানার রেল স্টেশন এলাকার সোবাহান মোল্লার ছেলে।

জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বনানী সিনেমা হলের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন জিয়া। সে সময় পঞ্চবটী থেকে ঢাকামুখী বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক জিয়াকে চাপা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানায়, ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।