ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেই ভবন ভেঙে গুড়িয়ে দিল নাসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
সেই ভবন ভেঙে গুড়িয়ে দিল নাসিক

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শতবর্ষী দোতলা ভবনটি ভেঙে গুড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

বুধবার (২২ মার্চ) সকালে থেকে ভেকু দিয়ে ভবন ভাঙার কাজ শুরু করে একদল কর্মী।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিকল্পনা কর্মকর্তা মইনুল হক জানান, জন নিরাপত্তার কথা চিন্তা করে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা হয়েছে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেছে সরকার ছয়টি সংস্থার কর্মকর্তারা।

গত ১৮ মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটে। এসময় আওলাদ হোসেন নামে এক শ্রমিক থেকে হয়। আহত হয় আরও অন্তত ৯ জন। এছাড়া ইকবাল নামে এক নিরাপত্তা কর্মী ও শাহজাহান আরেক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে মারা যায়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।