ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঘরে ঢুকে পান ব‍্যবসায়ীকে কুপিয়ে হত‍্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
ঘরে ঢুকে পান ব‍্যবসায়ীকে কুপিয়ে হত‍্যা নিহত আল আমিন ও ঘাতক মাজহারুল (ডানে)। ছবি- বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে ঘরে ঢুকে আল আমিন (৩৫) নামে এক পান ব‍্যবসায়ীকে কুপিয়ে হত‍্যার ঘটনা ঘটেছে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন বাবা রমজান আলী (৭০)।

 

বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের হাড়িয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।  

আহত রমজান আলীকে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বাংলানিউজকে এসব তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পেশায় পান ব‍্যবসায়ী আল আমিন বাজার থেকে ফিরে নিজ ঘরে ঢুকতেই আকস্মিক একজন দৌড়ে এসে তাকে কোপাতে শুরু করেন। এসময় আল আমিন আত্মরক্ষার্থে দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে পাশের ঘরের জানালার পাশে ছিটকে পড়ে তাৎক্ষণিক মারা যায়।  

এদিকে, আল-আমিনের বাবা রমজান আলী (৭০) ছেলেকে বাঁচাতে ঘর থেকে বের হলে ঘাতক তাকেও কুপিয়ে জখম করে।

ওসি আরও জানান, এ ঘটনায় মাজহারুল নামের ঘাতককে আটক করা হয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।