ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনায় মিলল যুবকের অর্ধগলিত মরদেহ, ময়নাতদন্ত সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
মেঘনায় মিলল যুবকের অর্ধগলিত মরদেহ, ময়নাতদন্ত সম্পন্ন প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

এরপর তার মরদেহ আঞ্জুমান-ই মফিদুলের মাধ্যমে দাফন করা হবে বলে জানিয়েছেন হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে।

তিনি জানান, এরআগে বুধবার (২২ মার্চ) বিকেলে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের পূর্ব মান্দ্রা এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার শরীরে নীল রংয়ের জিন্সের প্যান্ট ও প্রিন্টের ফুলহাতা শার্ট ছিল।

উদ্ধারের পর পরিচয় শনাক্ত না হওয়ায় একটি অপমৃত্যুর মামলা করে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।  আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফনও করা হবে।

মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।