ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমতলীতে ১৩৮টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
আমতলীতে ১৩৮টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ল্যাপটপ বিতরণ

বরগুনা: ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনার আমতলী উপজেলার ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ১৩৮টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।  

শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের হল রুমে এ উপলক্ষে উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে।

 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।  

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও আমতলী উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।