ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাঁজা-ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
গাঁজা-ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা: রাজধানীর কোতোয়ালী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ মো. ফয়জুর রহমান ওরফে নিপু নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতার ফয়জুর রহমানের কাছ থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ডিসি মো. ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানাধীন ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ফয়জুরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এসজেএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।