ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জুমার নামাজ পড়ে বাড়ি ফেরা হল না আনসারের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
জুমার নামাজ পড়ে বাড়ি ফেরা হল না আনসারের

খুলনা: পবিত্র রমজানের প্রথম রোজাতেই জুমার নামাজ আদায়ে মুসল্লিদের ঢল নামে আজ। আর সবার মতো জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন শেখ আনসার আলী নামের যুবক।

 

কিন্তু নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।  

নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক। খুলনায় ইউপি চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি তিনি।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন খান।  

তিনি বলেন, জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আনসার আলী। পথে লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তরা তার গতিরোধ করে গুলি করে পালিয়ে যায়। তাকে পরপর ৩টি গুলি করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, নিহত আনসার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘদিন শিরোমনি এলাকায় থাকতেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এমআরএম/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।