ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় সোহেল (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের শ্রীরামপুরে রেডিসন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল ধামরাইয়ের বাকর খালি গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বাংলানিউজকে বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে দিয়ে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন সোহেল। এসময় উল্টো দিক থেকে আসা একটি অজ্ঞাতপরিচয় গাড়ির মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহে উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দায়ী গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এসএফ/ এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।