ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত আসামির কারাগারে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত আসামির কারাগারে মৃত্যু

গাজীপুর: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি বিডিআর বিদ্রোহ আইনের মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।  

শনিবার (২৫ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

 

নিহত কয়েদির নাম- কু‌ষ্টিয়ার খোকসা থানার গোপগ্রাম জোতপাড়া এলাকার হ‌রেন্দ্র নাথ সর্মার ছেলে সম্ভু কুমার সর্মা (৬২)।  

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাত ৩টার দিকে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদি সম্ভু কুমার সর্মা। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সম্ভু কুমার সর্মাকে মৃত ঘোষণা করে। এ কারাগারে তার কয়েদি নম্বর ৪২৮৭/এ। তিনি ১৬ বছরের সাজা হয়েছিল তার।  

জেল সুপার আরও জানান, আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ০৮১৫, মার্চ ২৫, ২০২৩
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।