ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে মাটি টানা ট্রাকের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
ঝিনাইদহে মাটি টানা ট্রাকের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার এলাকার মাজদিয়া শ্মশান ঘাটে মাটি টানা ট্রাকের চাপায় তারিক হোসেন (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তারিক হোসেন কালীগঞ্জ উপজেলার সুবর্নসরা গ্রামের মিন্টু মিয়ার ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য শিক্ষকের বাসায় যাচ্ছিল তারিক। এ সময় ওই স্থানে পৌঁছালে মাটি টানা ট্রাকে তাকে চাপায় দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্যা এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।