ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৮ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
বগুড়ায় ৮ দোকানিকে জরিমানা

বগুড়া: রমজান উপলক্ষে বগুড়ার সদর উপজেলায় বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা ও পণ্যের গায়ে উৎপাদন মেয়াদ না থাকায় ৮ দোকানিকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

শনিবার (২৫ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার টিঅ্যান্ডটি কলেজ কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়গুলো নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার টিঅ্যান্ডটি কলেজ কাঁচা বাজারে ৮ দোকানে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৩ জন সবজি ও ২ জন গরুর মাংস বিক্রেতা। তাদেরকে ৫০০ টাকা করে ২৫০০ টাকা জরিমানা করা হয়। তাদের কারও দোকানেই মূল্য তালিকা ছিলোনা।  

তিনি আরও বলেন, এছাড়া আরও ৩ দোকানে দইয়ের গায়ে উৎপাদন ও উর্ত্তীণ মেয়াদ না থাকায় ৩ হাজার করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
কেইউএ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।