ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে দুই ইলিশের দাম ১৭ হাজার ২০০ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, মার্চ ২৫, ২০২৩
রাজবাড়ীতে দুই ইলিশের দাম ১৭ হাজার ২০০ টাকা

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদী থেকে ধরা চার কেজি ওজনের দুইটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০ টাকায়।

শনিবার (২৫ মার্চ) সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ দুটি উন্মুক্ত নিলামে তোলা হয়।

মাছ বাজার সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ মার্চ) দিনগত রাতে পদ্মা নদীতে জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে।  

শনিবার সকালে দৌলতদিয়ার দুলাল মণ্ডলের আড়তে মাছ দুটি উন্মুক্ত নিলামে তোলা হলে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহাজাহান শেখ প্রতি কেজি চার হাজার টাকা দরে ১৬ হাজার টাকায় কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী মো.শাহজাহান শেখ বাংলানিউজকে বলেন, সকালে চার কেজি ওজনের দুটি ইলিশ প্রতি কেজি চার হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় কিনে এনে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি চার হাজার ৩০০ টাকা দরে মোট ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করি। ইলিশ দুটি বিক্রি করে আমার ১২০০ টাকা লাভ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।