ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফাঁকা হাতিরঝিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
ফাঁকা হাতিরঝিল

ঢাকা: প্রতিবছর স্বাধীনতা দিবসে লাখো দর্শনার্থী এলেও এবার ছিল ব্যতিক্রম। এবারের স্বাধীনতা দিবসে হাতিরঝিল ছিল ফাঁকা।

অল্প কয়েকজন ছাড়া কোনো দর্শনার্থী আসেননি।

রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে খ্যাত হাতিরঝিলে সাধারণত সরকারি ছুটি ও জাতীয় দিবসগুলোতে উপচেপড়া ভিড় থাকে। তবে এ বছর একেবারেই ব্যতিক্রম। স্বাধীনতা দিবসে হাতিরঝিল ছিল একেবারেই ফাঁকা।

রোববার (২৬ মার্চ) বিকেলে হাতিরঝিলের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, এখানে অল্প কিছু লোকজন এসেছেন। তেমন কোনো দর্শনার্থীই নেই। হাতিরঝিলের দৃষ্টিনন্দন সেতু, ছোট ছোট পার্কগুলো ছিল একেবারেই ফাঁকা। হাতিরঝিলের বোটগুলোতেও কোনো ভিড় দেখা যায়নি।

কয়েকজন দর্শনার্থীর সঙ্গে আলাপ করে জানা যায়, প্রতিবারই স্বাধীনতা দিবসে হাতিরঝিলে প্রচুর দর্শনার্থীরা আসেন। তবে এবার রোজার কারণে দর্শনার্থী আসেননি বলে অভিমত প্রকাশ করেন তারা।

বিকেলে হাতিরঝিল বেড়াতে এসেছিলেন হায়দার হোসেন। তিনি মগবাজার এলাকার বাসিন্দা। তার সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রতিবছরই স্বাধীনতা দিবসে হাতিরঝিল ঘুরতে আসি। তবে এবারের মতো এত কম লোক দেখিনি। রোজার কারণে এমন কম হতে পারে বলে ধারণা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।