ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
ভোলায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

ভোলা: পূর্ব শত্রুতার জেরে ভোলায় তারেক মাহমুদ বাবু (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

সোমবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত বাবু উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের নন্দনপুর গ্রামের হেলাল হাওলাদারের ছেলে।

এছাড়া এ ঘটনায় গ্রেফতাররা হলেন- হারুন, রনি, কামরুল ও লিটন।

স্থানীয়রা জানান, বাবুর সঙ্গে একই এলাকার হারুন, রনি, কামরুল, লিটনদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিলে। সোমবার রাতে বাবু স্থানীয় পরানগঞ্জ বাজার থেকে বাসার দিকে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষরা পথে তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে রাতে বাবুর মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বাংলানিউজকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহত বাবুর পরিকারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।