ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

পর্তুগালে মারা গেলেন সিলেটের রাজু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, মার্চ ২৮, ২০২৩
পর্তুগালে মারা গেলেন সিলেটের রাজু

সিলেট: পর্তুগালে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে সিলেটের যুবক প্রবাসী রাজু আহমদ (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

 

তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

জীবন-জীবিকার তাগিদে আপনজন ছেড়ে পর্তুগালে গিয়েছিলেন রাজু আহমদ। নিজের জীবন সাজাতে এবং স্বজনদের সুখে রাখতে দূরদেশ পর্তুগালে পাড়ি জমান। সেখান থেকে দেশে অর্থনীতিতে ভূমিকা রেখেছেন রেমিটেন্স পাঠিয়ে। কিন্তু প্রবাসেই তার স্বপ্ন থেমে গেলো। বাংলাদেশও হারালো একজন রেমিটেন্স যোদ্ধা।   

প্রবাসী আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিন বলেন, রাজুর মস্তিস্কে রক্তক্ষরণ হলে তাকে পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় সাঁও জো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাত ১টার দিকে রাজু মারা যান। মরদেহ দেশে আনার বিষয়ে স্বজনরা যোগাযোগ করছেন।

তিনি আরও বলেন, প্রবাসীরা কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে অর্থনীতিকে সচল করে রাখেন। যে কারণে প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলা হয়ে থাকে। রাজুও অকালে চলে যাওয়া একজন রেমিটেন্স যোদ্ধার জীবন থমকে গেলো।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।