ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেশি দামে মুরগির বাচ্চা বিক্রির অপরাধে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
বেশি দামে মুরগির বাচ্চা বিক্রির অপরাধে জরিমানা

বাগেরহাট: বাগেরহাটে বেশি দামে ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রির অপরাধে আদর্শ ফিড কর্নারের মালিক নারায়ন চন্দ্র দেকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার (২৯ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের আটাপট্টি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

এছাড়া অভিযোগকারী পোল্ট্রি চাষী মিজানুর রহমানকে প্রণোদনা হিসেবে জরিমানার ২৫ শতাংশ ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

অভিযোগকারী পোল্ট্রি চাষী মিজানুর রহমান বলেন, আদর্শ ফিড কর্নার ২৮ মার্চ এক ব্যক্তির কাছে ৫৮ টাকা পিস হিসেবে মুরগির বাচ্চা বিক্রি করেন। একই দিনে একই বাচ্চা আমার কাছে ৭২ টাকা পিস হিসেবে বিক্রি করে। বিষয়টি আমার কাছে অন্যায় মনে হয়েছে। যার কারণে আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিয়েছিলাম। আজকে জরিমানা করেছে। সেই সঙ্গে আমাকে জরিমানার ২৫ শতাংশ দিয়েছেন। এটা খুবই ভাল লেগেছে। তবে আমার কাছ থেকে নেওয়া অতিরিক্ত মূল্য ওই ব্যবসায়ীর কাছ থেকে ফেরত নেওয়ার প্রয়োজন ছিল।

এদিকে একই দিনে বাগেরহাট শহরের ঘরোয়া হোটেলে পুরোনো পিয়াজু ও বেগুনি সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করেছে। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, এক চাষীর অভিযোগের সত্যতা পেয়ে আদর্শ ফিড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়া পুরোনো পিয়াজু ও বেগুনি সংরক্ষণের অপরাধে ঘরোয়া হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে বিভিন্ন স্থানে দ্রব্য মূল্য সহনীয় রাখতে এবং মানসম্মত পন্য বিক্রিতে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। এধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।