ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৬ প্রতিষ্ঠাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, মার্চ ২৯, ২০২৩
মানিকগঞ্জে ৬ প্রতিষ্ঠাকে জরিমানা

মানিকগঞ্জ: অতিরিক্ত মূল্যে খেজুর বিক্রি, দুধ পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অপরাধে মানিকগঞ্জের সদর উপজেলার বেশ কয়েকটি স্থানে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (২৯ মার্চ) বিকেলে অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেন।

 

অভিযান পরিচালনা করা হয় 

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদর উপজেলার জাগীর পাইকারি আড়ত, হিজুলি বাজার, বান্দুটিয়া বাজার ও পৌর কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুধ পরিমাপে কারচুপি, অতিরিক্ত মূল্যে খেজুর বিক্রি, ফল বিক্রির ঠোঙ্গার অধিক ওজন, ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে ছয় প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

এছাড়া অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অফিসার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও ৩৬ আনসার ব্যাটালিয়ন মানিকগঞ্জ।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।