ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ধারী প্রতারক গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ধারী প্রতারক গ্রেফতার 

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ধারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গ্রেফতার প্রতারক হলেন- মো. শাহীন হাওলাদার (৩৮)।

শুক্রবার (৩১ মার্চ) র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মার্চ) দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলাম বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়ধারী এ প্রতারককে গ্রেফতার করা হয়।

ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ডিবি পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণ করে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছিলেন।

তার নামে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।