ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুগদায় ডাকাতির প্রস্তুতি, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
মুগদায় ডাকাতির প্রস্তুতি, আটক ৪ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মুগদায় ডাকাতির প্রস্তুতির সময় চারজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ।

অটকরা হলেন- মো. শহিদুল ওরফে সাইদুর ওরফে মোকলেছুর ওরফে রিন্টু ওরফে রিংকু, মো. সোহেল, মো. রবিন ও মো. ফয়সাল।

শুক্রবার (৩১ মার্চ) তাদের আটকের বিষয়টি জানান মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর।

এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ২টি চাকু ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।

ওসি জামাল উদ্দিন মীর জানান, মুগদা হাসপাতালের পেছনে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মুগদা থানায় একটি মামলা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।