ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বগুড়ায় রেস্টুরেন্টকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, মার্চ ৩১, ২০২৩
বগুড়ায় রেস্টুরেন্টকে জরিমানা

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় ইয়াম ইয়াম ট্রি রেস্টুরেন্ট নামে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাবারে নিষিদ্ধ রং, বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় এ জরিমানা করা হয়।

শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে জেলা শহরের জলেশ্বরীতলা এলাকায় অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।  

ইফতেখারুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, জলেশ্বরীতলা এলাকায় বিভিন্ন কাপড়ের দোকানগুলোকে ন্যায্যমূল্যে কাপড় বেচা, বিদেশি আমদানিকৃত কাপড়ে যথাযথ ঘোষণা দেওয়া, ঈদকে পুঁজি করে বেশি মুনাফা না করতে সতর্ক করাও হয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।