ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
তাড়াশে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেলের ধাক্কায় মইফুল (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালকও।

শুক্রবার (৩১মার্চ) বিকেলে উপজেলার গোয়াল গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মইফুল ওই গ্রাম‌ের মৃত লাবুর স্ত্রী।  

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দুপুরের দিকে রাস্তা পার হচ্ছিলেন মইফুল। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত  পান। এ সময় আহত হন চালক এনামুলও। স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মইফুলের মৃত্যু হয়। এনামুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।