ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘মাদক সম্রাজ্ঞী’ ২০ বছর পর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘মাদক সম্রাজ্ঞী’ ২০ বছর পর গ্রেফতার

ঢাকা: কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছা. সাফাতুন নেছাকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (১ এপ্রিল) ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার সাফাতুন নেছা ঢাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার একজন সিন্ডিকেট মাদকবিক্রেতা। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০০৪ সালে মোহাম্মদপুর থানায় মামলা হয়। মামলায় তার গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পুনরায় মাদকদ্রব্য ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে দীর্ঘ প্রায় ২০ বছর পর তাকে গ্রেফতার করা হয়েছে।

সাফাতুন নেছার নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।