ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে হেরোইন-ফেনসিডিলসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
মানিকগঞ্জে হেরোইন-ফেনসিডিলসহ কারবারি আটক জসিম উদ্দিন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের পৌরসভার বেউথা এলাকা থেকে হেরোইন ও ফেনসিডিলসহ জসিম উদ্দিন (৩৭) নামে এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  

শনিবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখা পুলিশের ইনচার্জ আবুল কালাম।

 

আটক ব্যক্তি হলেন- মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকায় মোহাম্মদ আলীর ছেলে মো. জসিম উদ্দিন (৩৭)।  

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার বেউথা এলাকা থেকে ৩০ গ্রাম হেরোইন ও তিন বোতল ফেনসিডিলসহ জসিম উদ্দিনকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে আদালতে দুইটি মামলা বিচারাধীন রয়েছে এবং সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলাও দায়েরের প্রস্তুতি চলমান আছে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।