ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে সাড়ে ১৭ হাজার ইয়াবাসহ আটক টেকনাফের জসিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
চাঁদপুরে সাড়ে ১৭ হাজার ইয়াবাসহ আটক টেকনাফের জসিম

চাঁদপুর: কক্সবাজার জেলার টেকনাফ থেকে ১৭ হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেট নিয়ে চাঁদপুরে এসে র‌্যাবের হাতে ধরা পড়লেন জসিম (২৮) নামে এক মাদককারবারি। তার উদ্দেশ্য ছিল এ বিপুল পরিমাণ মাদক ঢাকায় পাচার করা।

 

সেজন্য উঠেছিলেন চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার সুন্দরবন নামক আবাসিক হোটেলে।  

শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাতে সেই হোটেলে অভিযান চালিয়ে জসিমকে হাতেনাতে ধরে ফেলে র‌্যাব-১১ এর সদস্যরা।

পরদিন (শনিবার) দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

জসিম কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত বশির আহমদের ছেলে।  

র‌্যাব-১১ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাতে সুন্দরবন আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে হোটেলের ৭ নম্বর কক্ষ থেকে হটপটের ভেতরে অভিনব কায়দায় রাখা ১৭ হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় এ মাদক পরিবহনকারী জসিমকে আটক করা হয়।

এই ঘটনায় আটক জসিমের বিরুদ্ধে চাঁদপুর জেলার সদর থানায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, দুপুরে র‌্যাব ইয়াবাসহ আটক জসিমকে আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।