বরিশাল: বরিশাল নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন।
শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টায় নগরের কালিবাড়ি রোডের মহানগর পুলিশের ট্রাফিক অফিসের সামনে বুলডোজার দিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সিটি করপোরেশনের রোড ইন্সপেক্টর রাকিবুল ইসলাম জানান, ল্যান্ড ইউজার সার্টিফিকেট না নিয়েই অবৈধভাবে বড় জায়গাজুড়ে দুইটি টিনশেড দোকান নির্মাণ করা হয়েছিলে।
তিনি আরও জানান, আমরা ঘটনাস্থলে এসে দোকানের মালামাল সরিয়ে নেওয়ার সময় দেই। তারা মালামাল সরিয়ে নিলে উচ্ছেদ অভিযান করা হয়। বাকিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
এমএস