ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য হাতে পেয়ে খুশি ক্রেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য হাতে পেয়ে খুশি ক্রেতারা

বরিশাল: চলতি রমজান মাসে বসুন্ধরা গ্রুপ সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেভাবে ভোক্তা পর্যায়ে বিক্রি করছে, তাদের দেখে অন্যদেরও এগিয়ে আসা উচিত। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য হাতে পেয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান।

রমজান মাস উপলক্ষে বেশ কিছুদিন থেকেই সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বরিশাল বিভাগীয় শহরের চৌমাথা বাজার সংলগ্ন সিঅ্যান্ডবি রোডে এ কার্যক্রম শুরু হয় শনিবার (১ এপ্রিল) সকাল ১০টায়।

শিক্ষক মনিরুজ্জামান বলেন, বাজারে তেল, আট, ময়দা, নুডুলসসহ সব কিছুরই তো অনেক দাম। রোজার মাসে কোনো ঝক্কি-ঝামেলা ছাড়া বাজার থেকে কম দাম অর্থাৎ সাশ্রয়ী মূল্যে তেল ও আটা নিতে পারলাম এ সুযোগই ক’জনে পায়। বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগটি সত্যিই মানুষের কাজে আসছে।

সুমি নামে এক নারী ক্রেতাও বসুন্ধরার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মানুষ কমদামে যদি ভালো মানের পণ্য পায়, তাহলে সেটি কেন নিবে না? বসুন্ধরা গ্রুপের প্রতিটি পণ্য খুবই ভালো মানের। তারা যে সাশ্রয়ী মূল্যে পণ্য দিচ্ছে, সেখান থেকে খুব সহজে চার প্যাকেট সেমাই নিলাম। পরে জানতে পারলাম গোটা রমজান মাসে প্রতিদিন এখানে এভাবে ট্রাকে করে পণ্য বিক্রি করবে বসুন্ধরা গ্রুপ। তাই কাল এসে সয়াবিন তেলও নিয়ে যাবো।

তাহমিনা নামের অপর এক ক্রেতা বলেন, প্রতিটি পণ্যেরই দাম বাজারের থেকে কম, তাই কিছু মসলা আইটেম কিনে নিলাম। এগুলো প্রতিদিনই প্রয়োজন হয়। এমন উদ্যোগে মূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। শুধু রমজান মাস নয়, এ উদ্যোগ আরও বড় পরিসরে যেন বছর জুড়ে চলমান থাকে সেই কামনা করি।

সাশ্রয়ী মূল্যে সেমাই, আটা, নুডুলস, বিভিন্ন ধরনের মসলা, সয়াবিন তেল কিনে বেশ উচ্ছ্বসিত ক্বারি মো. বশির উদ্দিন মুন্সী। তিনি বলেন, সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে কিনতে আমার আয় থেকে ব্যয় বেড়েছে। অনেক সময় ধার-দেনা করেও চলতে হয়। সেখানে বসুন্ধরা গ্রুপের এ ট্রাক থেকে সাশ্রয়ী মূল্যের পণ্য কিনে কিছু টাকা হাতে থাকলো। যা দিয়ে অন্য কাজ করা যাবে। বসুন্ধরা গ্রুপ যে সাধারণ মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগ হাতে নিয়েছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর এ উদ্যোগ যাতে ভবিষ্যতে চালিয়ে রাখতে পারে সেজন্য দোয়া করছি।

‘বসুন্ধরার পণ্য, ভোক্তার জন্য’— এ স্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালের একটি স্পটে শনিবার (১ এপ্রিল) সকাল থেকে বসুন্ধরা গ্রুপের পণ্য বিক্রি শুরু হয়েছে। স্পটে থাকা ট্রাক থেকে ক্রেতারা বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তেল, আটা, ময়দা, নুডলসসহ ২৩টি পণ্য সাশ্রয়ী মূল্যে নিতে পারবে।

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, শুরুতেই ভালো সারা পড়েছে বরিশালে, সকাল থেকেই ট্রাক ঘিরে ক্রেতারা রয়েছেন। তারা ট্রাকে সাঁটানো চার্ট থেকে পছন্দের পণ্য দেখে কিনছেন। আমরা প্রতিদিন সকাল ৯টা থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রম শুরু করব ও সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করব।

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উইং ম্যানেজার মো. আবদুস ছালাম বাংলানিউজকে জানান, বসুন্ধরা গ্রুপ সব সময় জনগণের পাশে আছে। সাধারণ মানুষকে সুবিধা দিতে সাশ্রয়ী মূল্যে ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। শনিবার থেকে বিভাগীয় শহর বরিশালে শুরু হওয়া এ কার্যক্রম গোটা রমজান মাস জুড়ে চলবে।  যেখানে মিল রেটে অর্থাৎ সাশ্রয়ী মূল্যে প্রতিটি নিতে পারবেন ভোক্তারা।  

বসুন্ধরা গ্রুপের সাশ্রয়ী মূল্যের ট্রাক থেকে ক্রেতারা এক লিটার সয়াবিন তেল ১৭৯ টাকা, পাম তেল ১১৫ টাকা, আটা এককেজি ৬০ টাকা, ময়দা এককেজি ৭৫ টাকা, সুজি ৪৪ টাকা, সেমাই ২০০ গ্রামের এক প্যাকেট ৩৮ টাকা, লাচ্ছা সেমাই ২০০ গ্রাম ৪২ টাকা, মুড়ি ২৫০ গ্রাম ৩০ টাকা, মুড়ি ৫০০ গ্রাম ৫২ টাকা, ইনস্ট্যান্ট মাসালা নুডলস চার প্যাক ৬০ টাকা, আট প্যাক ১১৫ টাকা, স্টিক নুডলস ১২৫ গ্রাম ১৬ টাকা, সি-শেল নুডলস ২০০ গ্রাম ৩২ টাকা, ম্যাকারলি ওয়েস্টার ২০০ গ্রাম ৩০ টাকা, হালিম মিক্স ২০০ গ্রাম ৫০ টাকা, মুরগির মসলা ১০০ গ্রাম ৬২ টাকা, বিরিয়ানির মসলা ৪০ গ্রাম ৫০ টাকা, গরুর মাংসের মসলা ১০০ গ্রাম ৭০ টাকা, হলুদ গুঁড়ো ১০০ গ্রাম ৪৫ টাকা, মরিচ ১০০ গ্রাম ৬০ টাকা, ধনিয়া ১০০ গ্রাম ৩২ টাকা, জিরা ১০০ গ্রাম ৮০ টাকা, ম্যাজিক পটেটো ১৭ গ্রাম ৯ টাকায় নিতে পারবেন গ্রাহকেরা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।