ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাজারের ব্যাগে মিলল ৩৫ বোতাল ফেন্সিডিল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
বাজারের ব্যাগে মিলল ৩৫ বোতাল ফেন্সিডিল 

গাইবান্ধা: গাইবান্ধা সদরে বাজারের ব্যাগে করে ফেন্সিডিল বহনকালে রনি সরকার (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩।

রোববার (২ এপ্রিল) সকালে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতার রানা উপজেলার পূর্ব বৈদ্যনাথ গ্রামের আব্দুল গফুরের ছেলে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১ এপ্রিল) র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদরের কচুয়া খামার এলাকায় অভিযান চালায়। এ সময় প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা ৩৫ বোতল ফেন্সিডিলসহ রনিকে গ্রেফতার করা হয়।  

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারি দীর্ঘদিন যাবত মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে গোপন অনুসন্ধান চলছে।  

শাহ আলমকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।