ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন কোনো মতেই বাতিল করা যায় না: আইনমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
ডিজিটাল নিরাপত্তা আইন কোনো মতেই বাতিল করা যায় না: আইনমন্ত্রী

ঢাকা: সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন অত‌্যন্ত প্রয়োজনীয় এ আইন কোনো মতেই বাতিল করা যায় না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

রোববার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইজিপির সঙ্গে প্রতিনিয়ত মামলা-মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। অনেক মামলা আদালতে যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং সেসব মামলার জটিলতা থাকে সেগুলো নিয়ে আমরা আলাপ-আলোচনা করি। মামলা জট কমানোর জন‌্য আলাপ-আলোচনা করি। সেই আলোচনার জন‌্য উনি এসেছিলেন। এতটুকুই হয়েছে।

আমরা জানি দৈনিক প্রথম আলোর সম্পাদক জামিনের জন‌্য আদালতে গিয়েছেন। তাদের একজন সাংবাদিক জেলে রয়েছেন। এ বিষয়ে আইজিপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আপনারা খুব ভালো করেই জানেন, আমি সাব-জুডিস ম‌্যাটারে (বিচারাধীন বিষয়) কারো সঙ্গে আলোচনা করি না। এটা আদালতের ব‌্যাপার, আদালত যে পদক্ষেপ নেবে সেটাই আমাদের মানতে হবে।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব‌্যবহার হচ্ছে। এটি বাতিলের দাবি উঠেছে এ বিষয়ে আনিসুল হক বলেন, ডিজিটাল সিকিউরিটি অ‌্যাক্ট সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন‌্য অত‌্যন্ত প্রয়োজনীয় একটা আইন। এ আইনকে কোনো মতেই বাতিল করা যায় না।

এ আইনের তো অপব‌্যবহার হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, সেটা তো আমরা দেখছিই।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।