ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সংবাদ প্রকাশের পর অবৈধভাবে মাটিকাটা বন্ধের নির্দেশ ডিসির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
সংবাদ প্রকাশের পর অবৈধভাবে মাটিকাটা বন্ধের নির্দেশ ডিসির

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার গোলডাঙ্গী ও ধলারমোড় এলাকা থেকে রাতের আঁধারে অবৈধভাবে স্কেবেটর দিয়ে মাটি ও পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলে নিয়ে যাওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর তা নজরে এসেছে জেলা প্রশাসনের।  

বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

 

এদিকে রোববার (০২ এপ্রিল) জেলা প্রশাসকের নির্দেশ পাওয়ার পর ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী তাৎক্ষণিক সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি মাটি কেটে নেওয়ার দৃশ্য দেখে হতবাক হন।  

তিনি জানান, এভাবে মাটি ও বালু কাটা চলমান থাকলে আসন্ন বর্ষা মৌসুমে বিপর্যয় দেখা দিতে পারে। তাতে নদী ভাঙন বৃদ্ধির পাশাপাশি কয়েক কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত গোলডাঙ্গী সেতুটিও ঝুঁকিতে পড়বে। কেউ মাটি বা বালু কাটার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এ ইউএনও।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।