ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিনামূল্যে গাছের চারা পেয়ে নতুন বাগানিদের উচ্ছ্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
বিনামূল্যে গাছের চারা পেয়ে নতুন বাগানিদের উচ্ছ্বাস

কুমিল্লা: কুমিল্লা ভাষাসৈনিক অজিতগুহ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ সচেতনতা বাড়াতে অবহিতকরণ সভা।

রোববার (২ এপ্রিল) কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ আবু নাঈমের উদ্যোগে এ সভা শেষে শতাধিক বাগানির মাঝে বিতরণ করা হয় সহস্রাধিক চারা, বীজ ও কাটিং।

 

এগুলোর মধ্যে ছিল গোলাপ, অর্কিড, হয়া, অ্যাডেনিয়াম, ক্যাকটাস, গ্রিন লিফ, জলজ গাছ ইত্যাদি। কলেজ ক্যাম্পাসে রোপণ করা হয় দোলনচাঁপা, শিউলি, গোলাপ, জবা, মালবেরিসহ ফলজ ও বিভিন্ন ওষুধিগাছ।

এ সময় বিনামূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নতুন বাগানিরা। পরিবেশ সরংক্ষণ এবং দূষণ কমাতে নিয়মিত এই আয়োজনটি করে যাচ্ছে কুমিল্লা গার্ডেনার্স সোসাইটি।

কলেজের শিক্ষার্থী ডালিয়া আক্তার জানান, জীবনে প্রথমবারের মতো কোনো সংগঠন থেকে বিনামূল্যে চারা পেয়েছি। এতে আমার বাগান করার স্পৃহা বেড়ে গেছে।

আরেক শিক্ষার্থী রোজিয়া আফরোজ জানান, অনেক চারা, কাটিং আছে; যেগুলোর দাম অনেক বেশি। এখানে বিনামূল্যে পেয়েছি। এটা আমাদের উৎসাহ বাড়িয়ে দেবে।

কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, আমার কলেজে এমন আয়োজন করায় গার্ডেনার্স সোসাইটিকে ধন্যবাদ। বিনামূল্যে তাদের এমন সবুজ বিতরণ কার্যক্রম প্রশংসনীয়।

কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ আবু নাঈম জানান, বিগত এক দশক বৃক্ষ রোপণসহ পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছি৷ সবাই সচেতন হলে আমাদের দেশের পরিবেশ দূষণ কমানো সম্ভব। আগামী প্রজন্মের কথা ভেবেও আমাদের এ বিষয়ে জরুরিভাবে পদক্ষেপ নেওয়া উচিত। জনগণের অংশগ্রহণ ছাড়া যা কোনোভাবেই সম্ভব না।

সভায় ভাষাসৈনিক অজিতগুহ কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ, সহকারী অধ্যাপক আবু জাহের, প্রভাষক মমতা আক্তার, মাহবুব সুমন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।